বুধবার, ২৭ এপ্রিল, ২০১৬

*** রাসূলুল্লাহ (সঃ) এর উপদেশ ***


heart emoticon ১) যদি পরিপূর্ণ ঈমানওয়ালা হতে চাও, তবে উত্তম চরিত্র অর্জন কর।
heart emoticon ২) যদি সবচেয়ে বড় আলেম হতে চাও, তবে তাকওয়া অর্জন কর।
heart emoticon ৩) যদি সবচেয়ে বেশী সম্মান পেতে চাও, তবে মানুষের নিকট হাত পাতা বন্ধ করে দাও।
heart emoticon ৪) যদি আল্লাহর নিকট বিশেষ সম্মান পেতে চাও তবে, অধিক পরিমাণে আল্লাহর জিকির কর।
heart emoticon ৫) যদি রিযিকের প্রশস্ততা চাও, তবে সর্বদা ওজুর সাথে থাকার চেষ্টা কর।
heart emoticon ৬) যদি সমস্ত দোয়া কবুল হওয়ার আশা কর, তবে অবশ্যই হারাম থেকে বেঁচে থাকো।
heart emoticon ৭) যদি কেয়ামতের দিন আল্লাহর দরবারে গুনাহমুক্ত উঠতে চাও, তবে সহবাসের পর দ্রুত পবিত্র হয়ে নাও।
heart emoticon ৮) যদি কেয়ামতের দিন আল্লাহর নূর নিয়ে উঠতে চাও, তবে মানুষের উপর জুলুম করা ছেড়ে দাও।
heart emoticon ৯) যদি আল্লাহর প্রিয় বান্দা হতে চাও, তবে আল্লাহর ফরজ বিষয়াদির প্রতি যত্নবান হও।
heart emoticon ১০) যদি জাহান্নামের আগুন নেভাতে চাও, তবে দুনিয়ার বিপদাপদে সবর কর।
heart emoticon ১১) যদি আল্লাহ তায়ালার রাগ থেকে বাঁচতে চাও, তবে গোপনে সদকা কর, আত্নীয়তা রহ্মা করে চলো এবং মানুষের উপর রাগ করা ছেড়ে দাও ।
......... (কানুযুল আমাল, মুসনাদে আহমদ)

মঙ্গলবার, ১২ এপ্রিল, ২০১৬

কুড়ানো মানিক



যে মানুষের রাগ বেশি হয় সে মানুষকে ভালোও তত বেশি বাসে আর তার মনও সাফ হয় (হজরত আলি রঃ)
🍁🍁🍁🍁🍁🍁🍁
যদি তুমি সারা জীবনের মত কাউকে বন্দু হিসেবে পেতে চাও তাহলে তোমার মনে একটা কবর তৈরি করো যাতে তুমি তোমার বন্দুর ভূল গুলো তোমার মনে দাফন করতে পারো (হজরত আলি রঃ)
💐💐💐💐💐
বন্ধু যতই খারাপ হোকনা কেন তার সাথে বন্ধুত্ব নষ্ট করো না
কেননা পানি যতই খারাপ হোকনা কেন সে তৃষনা বোঝাতে না পারলেও আগুন ঠিক বুঝিয়ে দেবে (হজরত আলি রঃ)
🌹🌹🌹🌹🌹
মানুষের মনে এমন ভাবে জায়গা করো
মরে গেলেও সে যেন তোমার জন্য দোয়া করে
আর জীবিত থাকলে যেন দেখা করার আশা রাখে
(হজরত আলি রঃ)
🌻🌻🌻🌻🌻
জীবনে কাউকে কোনদিন নিজের সবকিছু ভেব না
কেনোনা মানুষ যখন তোমায় ভালোবাসবে তখন তোমার সব ভূল আর খারাবি ভূলে যাবে
আর যখন ঘৃণা করবে তখন তোমার সব ভালো কাজ ভূলে যাবে (হজরত আলি রঃ)
🌴🌴🌴🌴🌴
দুনিয়ার খুশি
1- মা আর বাবা
2-নেক ছেলে মেয়ে
3-নেক বিবি
4-ভালো বন্দু
💐💐💐
আখেরতের খুশি
1-ইলম
2-পরহেজগারী
3-সদকা
4-নেক আমাল
🍁🍁🍁
শরিরের খুশি
1-কম খাওয়া
2-কম শোওয়া
3-কম বলা
4-কম হাঁসা
🌷🌷🌷
মনের খুশি
1-সবর
2-জিকির করা(তসবি কর)
3-আল্লাহর শোকর আদা করা
4-গৌর আর ফিকর করা
🍁🍁🍁🍁
ইমানের খুশি
1-হায়া
2-পাক থাকা(সাফ সুথরা থাকা)
3-সত্যের সাথে থাকা
4-ইনসাফ করা
🌻🌻🌻🌻🌻
কিছু কিছু কথা যাতে আল্লাহ নারাজ হনঃ
1=মেয়েদের গালাগালি দেওয়া
2=মনে কারো জন্য জলন রাখা
3=ঘরে মেহমান দেখে নারাজ হওয়া
4=আজানের সময় কথা বলা আর কাজ করা
5=মা বাবার উপর কথা বলা
6=নামাজের পর দোয়া না করা
7=দাঁড়িয়ে পানি পান করা
🌴🌴🌴🌴🌴
9 টা কথা যা জীবনে খুব ফায়দা দেবে
💐যদি খুশি পেতে চাও তাহলে সময়ে ইবাদত করো
🌸যদি মুখের রনক বাড়াতে চাও তাহলে তাহাজজুদ এর নামাজ পড়ো
🌷যদি মনেতে সুকুন পেতে চাও তাহলে কুরআন পড়ো
🍀যদি শরীর সুস্থ পেতে চাও তাহলে রোজা রাখো
🌹যদি মুসিবত থেকে বাঁচতে চাও তাহলে আসতাগফার পড়ো
🌻যদি ঘরে বরকত চাও তাহলে দরুদ শরিফ পড়ো
🌺যদি সব মুশকিল শেষ করতে চাও তাহলে লা হাওলা ওলা কুওয়াতা ইললা বিললাহ পড়ো
🍁যদি দুঃখ থেকে নাজাত পেতে চাও তাহলে দোয়া চাও আল্লাহর কাছে
🌴আর যদি অনেক নেকি পেতে চাও তাহলে এই মেসেজ টা অন্য সবাই কে পাঠাও কেনোনা এটা হলো সদকায়ে জারিয়া

বুধবার, ২৪ অক্টোবর, ২০১২

তাজবিদ শিক্ষা

আল্লাহ রাব্বুলল আ’লামীন পবিত্র কালামের মধ্যে ঘোষনা করেন ঃ
وَأَن لَّيْسَ لِلْإِنسَانِ إِلَّا مَا سَعَى
অর্থ্যাৎ ঃ আর মানুষ যাহা চেষ্টা করে তাহই পায়। সুতরাং ইলমে দ্বীন অর্জন করিবার জন্য সাধ্যনুযায়ী চেষ্টা করিতে হইবে। হযত শায়েখ সাদী (রঃ) কি সুন্দর করিয়া বলেছেন ঃ বাংলা উচ্চারণ- চুঁশামা আয় পায় ইলম বাইয়াদ গোদাখ্ত। কেবে ইলম না তুঁয়া খোদা রা শেনাখত। অর্থাৎ - ইলমে দ্বীন অর্জন করা জন্য তুমি মুমবাতির ন্যায় বিগলিত হয়ে যাও। কারণ ইলম ছাড়া খোদার পরিচয় লাভ করা যায় না। তাই ছাত্ররা ওস্তাদের সামনে নিজেদের আগ্রহ উদ্দীপনা ও পরিশ্রম দেখাবে। তাহলে ওস্তাদগন দয়া পরবশ হয়ে অধিক মনেযোগ দিবেন এবং বেশী মেহনত করে শিক্ষা করাবেন।

মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী, ২০১২

দৈনন্দিন জীবনে পালনীয় স্বভাব
            এটাও দ্বীনের একটা অংশ যে, একজন মানুষ অন্য যাদের সাথে চলবে তাদের স্বভাব, রুচি ও চরিত্র বিবেচনা করে চলবে। এমন কোন কাজ করবে না যা তাদের স্বভাব ও রুচি বিরোধী হয় এবং তাতে তারা মনকষ্টের স্বীকার হয়। যদিও সাধারণ ভাবে সে কাজ বৈধ হয়, হারাম না হয়। শুধু এ বিবেচনায় সে কাজ পরিহার করবে যে, এমন করলে সে স্বভাবজাত কষ্টের শিকার হবে।

শনিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০১২

সলাতুল খশেয়ীন অল আশিকীন

“নিশ্চই সেই মোমেন গন সফলতা লাভ করলো যাঁরা তাদের নামাজের মধ্যে বিনয়ী হলো, বিণয় অবলম্বন করলো”“নিশ্চই নামাজ নামাজী কে সকল প্রকার অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে ”

শুক্রবার, ২৪ ফেব্রুয়ারী, ২০১২

কুড়ানো মানিক

পাপ কাজ করে লজ্জিত ও অনুতপ্ত হওয়াও এক প্রকার তওবা।
মুসলমান ভাইকে অপমান ও অপদস্ত করলে তোমার যে পরিমাণ ক্ষতি হবে, অনেক পাপও তোমার সে পরিমাণ ক্ষতি করতে পারবে না।
যখন তুমি. দেখবে- তোমার মধ্যে কারো সঙ্গে শত্র“তার ভাব ও ঝগড়া কলহের ইচ্ছা নেই, তখন বুঝবে যে, তোমার মা'রেফাত’ হাসিল হয়েছে।

শুক্রবার, ১০ ফেব্রুয়ারী, ২০১২

উপহার

ছন্দে ছন্দে সালাম রইল, থেকে হৃদয় পাতা,
২৫ তারিখ শুক্রবার মিলন মালার গাথা।
             মাধবী আপার স্বামী হবে রাজীব আমরন,
             রজনী গন্ধার মালা দিয়ে, করবো তোমায় বরণ।